ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

শেখ হাসিনার সংবর্ধনায় উপস্থিত হতে আ.লীগের আহ্বান

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ২৫ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেখ হাসিনার সংবর্ধনায় উপস্থিত হতে আ.লীগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে জাতীয় নাগরিক কমিটি। এতে উপস্থিত হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

 

আগামী ২৯ মে বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।

 

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ও আর্ন্তজাতিকভাবে বারবার পুরস্কৃত হয়েছেন।আগামী ২৯ মে দেশবাসীর পক্ষ থেকে তাকে কিছুটা হলেও প্রতিদান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।’

 

রাজধানী লাখ লাখ জনতার পদভারে ইতিহাস সৃষ্টি হবে, এ আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘সংবর্ধনা দেবে নাগরিক কমিটি।আমরা তাদের সহায়তা করছি। ঢাকাবাসীকে অনুরোধ করব, সেদিন বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানান এবং সংবর্ধনা দেন।’

 

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘উন্নয়নের ধারা যদি ধরে রাখতে চান, শান্তির ধারা যদি অব্যাহত রাখতে চান, তাহলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তার বিকল্প হতে পারে না।’

 

সংবাদ সম্মেলনের আগে দুটি যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা জেলাসহ পার্শ্ববর্তী ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট জেলার দলীয় সংসদ সদস্যগণ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের দলীয় সাংসদ, সহযোগী ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রগণ  উপস্থিত ছিলেন। এ সময় গণসংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আলোচনা হয়।

 

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে যৌথসভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, দফতর সম্পাদক আব্দুল মান্নান খান, দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর মৃণাল কান্তি দাস, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল, সুভাষ চন্দ্র বোস, মমতাজ উদ্দিন মেহেদী, আখতারুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওলাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

 

উল্লেখ্য, ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নসহ সরকারের বিভিন্ন সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ গণসংবর্ধনা দেবে জাতীয় নাগরিক কমিটি।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৫/এনআর/রফিক

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়